বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তজার্তিক যুব দিবস পালিত

 আবু হানিফ, বাগেরহাট থেকে ঃ

বাগেরহাটে একশন এইড এর আর্থিক সহয়তায় ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তজার্তিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কলেজ প্রঙ্গানে এসে শেষ হয়। এসময় র‌্যালীতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক হৃষীকেশ দাশ, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিস উদ্দিন রাখি, যুব উন্নয়নের সহকারী পরিচালক আশীষ কুমার মন্ডল, পিবিআই ইন্সেপেক্টর মোঃ আলিমুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ। পরে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক হৃষীকেশ দাশ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাবুল সরদার, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিস উদ্দিন রাখি, অধ্যক্ষ রবিন্দ্রনাথ মুখার্জি, একশন এইড এর ডেপুটি ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, বাঁধনের সহ-সভাপতি জাহিদ হোসেন মিন্টু, বাঁধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি প্রদিপ বসু সন্তু, সাংস্কৃতিব ব্যাক্তিত্ব মোঃ নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বাঁধনের ইয়ুথ গ্রুপের মহিলা ও পুরুষ সদস্যদের নিয়ে প্রিতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের পুরুস্কৃত করা হয়।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment