দোহারে শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের বৃত্তির চেক প্রদান

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহারে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহার ও নবাবগঞ্জের ২০১৬ সালের এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের চেক বিতরন করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জয়পাড়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।প্রধান অতিথির বক্ত্যবে চেয়ারম্যান বলেন,জেলা পরিষদের দড়জায় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য খোলা রয়েছে।তিনি আরো বলেন,আজ দোহার-নবাবগঞ্জে ১১৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালমা খাতুন,দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ফজলুল হক,দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক আলী আহসান খোকন,জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা ও সাইফুল ইসলাম,মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম,জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মুক্তার হোসেন,জয়পাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন শান্ত, সাধারন সম্পাদক আওলাদ হোসেন রিয়াদ প্রমূখ। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment