দোহারে শিখা হত্যার প্রধান আসামীর দুইদিনের রিমান্ড মঞ্জুর

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহারের চাঞ্চল্যকর নববধূ শিখা হত্যা ও লাশ গুমের ঘটনায় স্বামী রুহুল আমীনকে আটকের পর হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে আদালতের কাছে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন দোহার থানা পুলিশ। গতসোমবার সকালে শিখা হত্যা মামলার মুল আসামী স্বামী রুহুলকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার সিএমএম আদালত হত্যার মুল আসামী স্বামী রুহুলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আগামী বৃহস্পতিবার হত্যার ঘটনা উদঘাটনসহ আদালতে উপস্থাপন করা হবে রুহুলকে জানায় পুলিশ।পুলিশ আরোও জানায়,হত্যা ও লাশ গুমের মামলায় পাঁচ আসামীর মধ্যে দুইজন প্রধান আসামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।অপরদিকে মামলার অন্যতম আসামী রুহুল আমীনের ফাসিঁর দাবীতে নিহতের স্বজনরা ও এলাকাবাসী আবারো মানববন্ধন করেছে উপজেলা রতন স্বাধীনতা চত্তরে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মোবাইল ট্রাকিং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি শিখা হত্যার মূল পরিকল্পনাকারি তার স্বামী রুহুল আমীন গতরোববার সকালে দোহার ও শ্রীনগরের সীমান্তবর্তি শাইনপুকুর এলাকায় অবস্থানকালে তাকে আটক করেন পুলিশ। এদিকে নববধূ শিখার হত্যাকারি স্বামী রুহুল আমীন গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে নিহতের গ্রামের বাড়ি দোহার ঘাটা এলাকাবাসি এক নজর দেখতে এলে পুলিশ কাউকেও দেখতে দেয়নি বলে জানান নিহতের স্বজনরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment