রোনালদো হারিয়ে দিলেন বেলকে

উয়েফার বর্ষসেরা গোলের তালিকায় রোনালদোর বাইসাইকেল গোলটা জায়গা পেয়েছে, বেলেরটা নয়।

দুই গোলের মধ্যে যে তফাত করা কত কঠিন, সেটা জিনেদিন জিদানই বুঝিয়ে দিয়েছিলেন। ৩ এপ্রিল তুরিনে যা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ২৬ মে কিয়েভে ঠিক সেটাই করেছিলেন গ্যারেথ বেল। ডি-বক্সে উড়ে আসা বলে আচমকা লাফিয়ে বাইসাইকেল কিক। ৫০ দিনের ব্যবধানে অবিশ্বাস্য দুটো গোল। দুই ঘটনাতেই একটি ব্যাপার ধ্রুব, অসাধারণ সে প্রচেষ্টা ঠেকানোর ক্ষমতা ছিল না কোনো গোলরক্ষকের।

দুটো ম্যাচেই পরিস্থিতি প্রায় একই ছিল। জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ‘তুরিনের বুড়ি’রা ম্যাচে ফিরে আসার পথেই ছিল। ৬৪ মিনিটে রোনালদোর এক পরিপূর্ণ বাইসাইকেল স্তব্ধ করে দিয়েছিল জুভেন্টাসকে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওই ৬৪ মিনিটেই একই ঘটনা ঘটিয়েছেন বেল। ১-১ সমতায় থাকা ম্যাচে বেলের এক বাইসাইকেল কিকই লিভারপুলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

দুই গোলেই জিদানের প্রতিক্রিয়া ছিল অভিন্ন। ডান হাত মাথার ওপর দিয়ে ঘুড়িয়ে ঝাড়া দিয়েছিলেন। যেন যা কাণ্ড-কারখানা হচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না!জিদান এ দুই গোলের মধ্যে পার্থক্য করতে না পারলেও উয়েফা সে কাজটা করেছে। এ দুই গোলের মধ্যে সেরা কোনটি সেটা বের করেছে তারা। উয়েফার বর্ষসেরা গোলের তালিকায় রোনালদোর গোলটাই জায়গা পেয়েছে, বেলেরটা নয়।

গত মৌসুমে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতার সেরা ১১টি গোল বেছে নেওয়া হয়েছে। এর মধ্য থেকে একটি গোল পাঠকের ভোটে সেরা নির্বাচিত হবে। এই ১১ গোলের একটি রোনালদোর, নিজের বর্তমান ক্লাবের বিপক্ষে যে গোল করে ভালোবাসা পেয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। যেহেতু উয়েফার সব প্রতিযোগিতা থেকে মাত্র একটি গোল সুযোগ পেয়েছে, তাই বেলের সে গোলটি স্থান পায়নি উয়েফার মনোনয়নে।

আগামী ২৭ আগস্ট পর্যন্ত উয়েফার নিজস্ব পোর্টালে (http://gots.uefa.com/#/en/) নিজের পছন্দের গোলকে ভোট দিতে পারবেন পাঠক।

রোনালদো ও বেলের গোলের তুলনা করতে চাইলে

গোলদাতা ম্যাচ টুর্নামেন্ট তারিখ
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ৩-০ জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগ,
কোয়ার্টার ফাইনাল
০৩/০৪/২০১৮
রিকার্দিনহো পর্তুগাল ৪-১ রোমানিয়া উয়েফা ফুটসাল ইউরো, গ্রুপ পর্ব ৩১/০১/২০১৮
গন্সালো রামোস পর্তুগাল ৪-০ স্লোভেনিয়া উয়েফা অ-১৭, গ্রুপপর্ব ০৭/০৫/২০১৮
দিমিত্রি পায়েত মার্শেই ৫-২ লাইপজিগ ইউরোপা লিগ, কোয়ার্টার ফাইনাল ১২/০৪/২০১৮
ইভা নাভাররো স্পেন ২-০ জার্মানি উয়েফা নারী অ-১৭, ফাইনাল ২১/০৫/২০১৮
পাওলো এস্ত্রেলা পোর্তো ৫-১ বেসিকতাস উয়েফা ইয়ুথলীগ, গ্রুপ পর্ব ১৩/০৯/২০১৭
ক্রিস্টিয়ান এরিকসেন ডেনমার্ক ৫-১ আয়ারল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্ব, প্লেঅফ ১৪/১১/২০১৭
এলিয়ট এমবলটন ইংল্যান্ড ৩-২ তুরস্ক উয়েফা অ-১৯,

গ্রুপপর্ব

১৭/০৭/২০১৮
এলিসান্দ্রো ইন্টারএফএস ৫-২ স্পোর্টিং উয়েফা ফুটসাল কাপ, ফাইনাল ২২/০৪/২০১৮
ওলগা কারমোনা স্পেন ২-০ সুইজারল্যান্ড উয়েফা নারী অ-১৯, গ্রুপ পর্ব ২১/০৭/২০১৮
লুসি ব্রোঞ্জ লিঁও ১-০ ম্যানচেস্টার সিটি উএফা চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনাল ২৯/০৪/২০১৮

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment