কলাপাড়ায় জাতীয় শোকদিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

 মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদায় কলাপাড়ায় পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে পৌর শহরে শোকর্যালি বের হয়। শোকর‌্যালীতে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের মহিলা সদস্য প্রীতি হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার, আসলাম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শহীদুল আলম, যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল, সাধরণ সম্পাদক অ্যাডভোকেট সাঈদুর রহমানসহ সরকারি,বেসরকারি কর্মকরতা,কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষারথীরা অংশ নেয়। এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী-বেসরকারী অফিস ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোকর্যালী, আলোচনা সভা, দিনভর কোরান খানি, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, আসর নামাজ বাদ আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত এবং তবরাক বিতরন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment