পুরনো ঘটনায় ক্লপ-রামোসের কথা চালাচালি

‘সের্গিও রামোস যা করেছে তা এখনও আমি মানতে পারছি না’, লিভারপুল কোচ ইর্য়োগেন ক্লপ বলেছেন কথাটা। সালাহর কোচ কোন বিষয়টা ভুলতে পারছেন না ফুটবল প্রেমিদের তা ভুলে যাওয়ার কথা নয়। মোহামেদ সালাহকে করা রামোসের ট্যাকলের ঘটনা।

গেল মৌসুমের ঘটনা। ওই ট্যাকলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জেতার স্বপ্ন শেষ হয়ে যায় লিভারপুলের। ক্লপ সেই স্মৃতিচারণ করেছেন মৌসুমের শুরুতে। আর তোপে ফেলেছেন রামোসকে।

রামোস তো আর ছেড়ে কথা বলার পাত্র নন। ক্লপের সেই সমালোচনার জবাব দিলেন তিনিও। ক্লপ বাড়াবাড়ি করছেন উল্লেখ করে রামোস বলেন, ‘এমন প্রসঙ্গ না টেনে নিজের চরকায় তেল দিন। আমি চাই না এটা নিয়ে আবারও কথা বলতে। তিনি (ক্লপ) একটু বাড়াবাড়ি করছেন।’

সালাহকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রামোসের ট্যাকলে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সে কথা মনে করতেই হয়তো ক্লপ ঘটনাটা আবার পেড়েছিলেন। তবে রামোস মনে করেন হারের পর অজুহাত দিচ্ছেন ক্লপ। তিনি বলেন, ‘আসলে এটা তার প্রথম ফাইনাল হার নয়। এর আগেও তিনি ফাইনালে হেরেছেন। আমার মনে হয় তিনি হারের অজুহাত দাঁড় করিয়েছেন।’

রামোস রিয়ালের অধিনায়ক হয়ে গত দুই আসরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। দলনেতা হিসেবে সেরা কোচ নির্বাচনে  ক্লপকে ভোটও দিয়েছিলেন তিনি। স্প্যানিশ তারকা বিষয়টি সামনে টেনে বলেন, ‘সেরা কোচের নির্বাচনে আমি তাকে ভোট দিয়েছিলাম। সে জন্য হলেও তাকে এখন মাথা ঠাণ্ডা রাখা উচিত।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment