বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক নেতা —শরণখোলার স্মরণসভায় বদিউজ্জামান সোহাগ

আবু হানিফ, বাগেরহাট থেকে ঃ বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক নেতা ও প্রকৃত দেশপ্রেমিক। কিভাবে দেশের উন্নয়ন হবে সেই স্বপ্ন দেখতেন তিনি। সবসময় গরীব-দুঃখি, মেহনতি মানুষের কথা ভাবতেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে আওয়ামী লীগের সেসব উন্নয়নের কথা জানাতে হবে। বুধবার দুপুরে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগ এসব কথা বলেন। রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামালউদ্দিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সুবেদার আ. গফ্ধসঢ়;ফার, অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন, জাহাঙ্গীর কবির বাবুল, গোলাম মোস্তফা মধূ, হাসানুজ্জামান পারভেজ, মহিউদ্দিন খান, শাহাজাহান বাদল জমাদ্দার, আবু রাজ্জাক আকন, জালাল আহমেদ রুমি, তপু বিশ্বাস, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগের আহবায়ক হাসান মীর প্রমূখ। এর আগে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েতে উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জমাদ্দার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment