নিকলীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 হিমেল আহমেদ নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীতে গুরুই ইউনিয়ন আওয়ামীলীগ (একাংশ) এর উদ্দ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় গুরুই ইউপি কমপ্লেক্স ময়দানে ১৫ই আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বাবু অজয় কর খোকন এর ভক্ত সমর্থকদের আয়োজনে ,১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালরাত্রিতে একদল উশৃঙ্খল সেনার অভ্যূত্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের নৃশংসভাবে হত্যা ও রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর অবদান,বাঙালি জাতির প্রতি রাজনৈতিক অবদান,বর্তমান প্রেক্ষাপটে আওয়ামীলীগ রাজনীতিতে বঙ্গবন্ধুর মতার্দশের গুরুত্ব আলোচনা সভায় প্রধান আলোচ্য বিষয় ছিলো। আলোচনা সভায় গুরুই ইউপি আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক সব্দর আলী মেম্বার এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেনঃ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলামুর রহমান গোলাপ নেতা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন (আশরাফ),কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী সুজন,পিরোজপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া,আওয়ামী নেতা মাহবুব আলম কামাল,যুবলীগ নেতা ডাঃ সেলিম,যুবলীগ নেতা জহিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । এসময় আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫-(নিকলী-বাজিতপুর )আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী গুরুই ইউনিয়নের কৃতিসন্তান বাবু অজয় কর খোকনের পক্ষে সমর্থন ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন যুবলীগ নেতা কাসারুল আলম কাউসার ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment