ফোঁড়া হলে কী করবেন

ফোঁড়া একটি মারাত্মক সমস্যার নাম। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক।তবে কিছু পদক্ষেপ নিলে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব।

শরীরের কোনো স্থানে বড় বিষফোঁড়া হলে করণীয়

ফোঁড়া হলে প্রথমত এটি কেটে ভেতরের পুঁজ বের করে দিতে হবে। তারপর নিয়মিত ড্রেসিং করতে হতে পারে। এ ছাড়া একই সঙ্গে চলতে থাকবে যথাযথ অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ। তবে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করতে হবে।

এ ছাড়া ফোঁড়া হলে এবং সদ্য আবির্ভূত হলে সেক্ষেত্রে শুধু অ্যান্টিবায়োটিক খেলে সেরে যায়, কোনো অস্ত্রোপচারের দরকার পড়ে না। এ ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে –ক্লক্সাসিলিন জাতীয় ওষুধ যেমন, ক্যাপসুল ফাইক্লক্স ৫০০ মিলিগ্রাম একটি করে দিনে চার বার মোট সাত দিন। তবে যেকোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment