সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্বসাতের অভিযোগ

 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সরকারী চাল বিতরণে অনিয়ম করায় পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লা। তিনি উপকারভোগীদের চাল ফেরৎ দেয়ারও নির্দেশ দিয়েছেন। স্থানীয় ও সংশ্লিষ্ট সুত্রে জানাযায়,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল হত-দরিদ্র ও গরীব পরিবারের মাঝে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৭ আগস্ট) সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে চাল বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন। দুপুর সাড়ে ১১ টার দিকে চাল কম দেয়ার খবর জানতে পারেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লা। দ্রুত ঘটনাস্থলে যান তিনি। এ সময় ২০ কেজির মধ্যে ১৩ কেজি চাল দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ সময় ইউএনও চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন এবং চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনকে উপজেলা পরিষদে ডেকে নিয়ে যান। সেখানে চেয়ারম্যান আক্তার হোসেনকে উপকারভোগীদের চাল ফিরৎ দেয়ার নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করেন। উপকারভোগীদের কয়েকজন জানান, প্রতিবার আক্তার চেয়ারম্যান চাল কম দিয়ে থাকেন। এমনকি নিজের নামে কিছু চাল রেখে দেন। গরীবের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান এর আগেও একাধিকবার ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে জানতে পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন এর মুটোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লা বলেন, চাল কম দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেযেছি। যাদের চাল কম দেওয়া হয়েছে তাদের চাল ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়েছি। Attachments area

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment