দোহারে শিক্ষাপ্রতিষ্ঠানের জমির সিমানা নির্ধারন নিয়ে আলোচনা সভা

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের ইসলামাবাদ বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠানের জমির সিমানা বিরোধ নিয়ে সৃষ্টদন্দ্বের অবসানের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়,জামিয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানা,জামিয়া ঈদগাহ। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানের সভাপতি মো.আনোয়ার হোসেন ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় ইসলামাবাদ বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠানের জমির সিমানা বিরোধ নিয়ে সৃষ্টদন্দ্বের অবসানের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও জমিদাতা সদস্য মাহবুবুর রহমান টিপু,জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানার সাধারন- সম্পাদক মো.খায়ের মৃধা,ঝনকি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বখতিয়ার হোসেন লেবু,শিক্ষানুরাগী আজিজুর রহমান খান,অভিভাবক সদস্য আজিজ বেপারী,বাদল মোল্লা,মো.কৃদ্দুস,আমান তালুকদার,বিশিষ্ট সাংবাদিক আবুল হাসেম ফকির প্রমুখ উপস্থিত থেকে আগামী ২৫ অক্টোবর শনিবার সকালে ইসলামাবাদ বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠানের জমির সিমানা বিরোধ নিয়ে সৃষ্টদন্দ্বের অবসানের লক্ষ্যে প্রশাসনের কর্তাব্যাক্তিদের উপস্থিতিতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের জমির সিমানা নির্ধারন করা হবে। প্রকাশ থাকে যে,ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও জামিয়া ঈদগাহ প্রতিষ্ঠানের স্ব স্ব জমিতে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের জমির পরিমান কম থাকাতে এবং মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা বেশী হওয়াতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের খালি জমিতে শ্রেনীকক্ষ নির্মান করাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের সৃষ্টি হয়।এ ঘটনায় পৃথক পৃথক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর একাধিক অভিযোগ ও সিমানা নির্ধারন নিয়ে আবেদন করা হয়।অভিযোগ ও আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আগামী শনিবার সকালে প্রতিষ্ঠানে উপস্তিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের জমির সিমানা নির্ধারন করতে ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)সালমা ইসলাম ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment