পিতৃ পরিচয়হীন স্বাধীনের পরিবারের মাঝে অটোরিক্সা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর হাসপাতালে জন্ম নেয়া পিতৃহীন স্বাধীনের পালিত পিতা- মাতার নিকট একটি অটোরিক্সা বিতরণ করেছে জেলা প্রশাসক সুলতানা পারভীন। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই অটোরিক্সা দেয়া হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম,সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা.এটিএম আনোয়ারুল হক প্রামাণিক, টিডিএইচ এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টিভ শহীদ কামাল,ফিল্ড কো- অর্ডিনেটর প্রণব কুমার রায়,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু প্রমুখ। হত দরিদ্র পরিবারের আতœকর্ম সংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে টেরেডেস হোমস ফাউন্ডেশনের সৌজন্যে নবজাতক স্বাধীনকে দত্তক নেয়া দিনমজুর মমিনুল ইসলাম ও মৌসুমি আক্তারকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি অটোরিক্সা বিনামূল্যে প্রদান করা হয়। উল্লেখ্য গত ৮আগষ্ট বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে সদর হাসপাতালে মানসিক ভারসাম্যহীন নাসিমা বেগম পিতৃ পরিচয়হীন একটি পুত্রসন্তানের জন্ম দেন। ঘটনাটি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক সুলতানা পারভীন নবজাতকের দায়িত্ব নিয়ে নবজাতকের নাম রাখেন ‘স্বাধীন’। পরবর্তি নি:সন্তান দম্পত্যি মমিনুল ও মৌসুমি মানসিক রোগীসহ শিশুটির দেখভালের দায়িত্ব নেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment