মাদরীপুরের শিবচরে নৌকা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কাঠ মিস্ত্রীরা

 মোঃ ইব্রাহীম মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও সাবেক এলাকায় পন্য পরিবহণ, চলাচল ও জীবন- জীবিকা নির্বাহের অন্যতম বাহন হচ্ছে নৌকা। নদী ভাঙ্গন অধ্যুষিত ও চরাঞ্চলের মানুষের জীবিকার তাগিদে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে নৌকা।এছাড়াও বর্ষাকালে এ উপজেলার বেশির ভাগএলাকায় নৌকার ব্যবহারও বেশি। সরেজমিনে শিবচর পৌরসভার উপশহর এলাকার নৌকার কারিগ রসুবো ধসত্রধ রজানান, মে থেকে ডিসেম্বর পর্যন্ত মৎস্য চাষীরা মাছ ধরতে ও তাদের যাতা য়াতের প্রয়োজনে নৌকার উপরনির্ভরশীল হয়েপড়ে।তাদের মধ্য অনেকেই দেখাযা জালদিয়ে নৌকায় কওে মাছ শিকার করছে আবার অনেকেই বড়শিদিয়ে নৌকায় করে মাছ ধরছে। এছাড়া চরঅঞ্চলে বিশেষকাওে উপজেলার মাদবরেরচর, বন্দরখোলা, কাঠালবাড়ি, চরজানাজাত, সন্যাসিরচর, নিলখী, শিরুয়াইল, বাশকান্দি সহপ্রায় এলাকাতেই নৌকার ব্যবহার খুব বেশি।এসব এলাকায় যাতায়াতের এক মাত্র মাধ্য মহচ্ছে এ নৌকা।চরাঞ্চলগুলোতে রাস্তা ঘাটনা থাকায় তাদের উপজেলার অন্য এলাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে নৌকার উপর নির্ভরশীল হতে হয়। উপজেলার নলগোড়া এলাকার নৌকার কারিগর মৃত্যুঞ্জয় বাড়ৈ রীজানান,বর্ষাকালে আমাদের ঘর বাড়ি তৈরী রকাজনা থাকায় তারাতাদের বাড়িতে বসেই তৈরী করেন বিভিন্ন আকৃতির ও নকশা কৃত নৌকা। ১০ থেকে ১২ হাত একটি নৌকা প্রায় ১৫-১৬ মনও জনবহন করতে পারে। আরএমন একটি নৌকা বানাতে তিন জন মিস্ত্রীর প্রায় তিন দিন সময় লাগে।এ সব সাইজের একটি নৌকার দাম প্রায় আট থেক দশ হাজার টাকা। আর এক একটি নৌকা থেকে তারা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাভকরে থাকেন।শিবচর উপজেলাসহ পার্শ্ববর্তী জাজিরা ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকাঘুরে তারা গাছ ক্রয় করে থাকেন।এসব ক্রয়কৃত গাছ নিকটস্থ সমিলে চেড়াই কওে তারা নৌকা তৈরী করে থাকেন।এসব নৌকা তৈরী তেতারা রেইন্ট্রি ও আম গাছের কাঠ ব্যবহার করে থাকেন।এসব নৌকা উপজেলার উতরাইলহাট,শেখপুরহাট,মাদবরের চর হাট,চান্দেরচর বাজারসহ অনেকহাটে তারা বিক্রি করে পরিবারনিয়ে জীবিকা নির্বাহ করেন।মিস্ত্রীদের দেওয়া তথ্য মতে জানাযায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই শত মিস্ত্রী বর্ষাকালে নৌকা তৈরীতে ব্যস্ত থাকেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment