দল ২-০ এগিয়ে, তবুও ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত দর্শকরা নীরব!

বল পায়ে সবুজ ঘাসে ছুটে চলেছেন ফুটবলাররা। অথচ গ্যালারিতে কোনও উন্মাদনা নেই। সামান্য পিন পড়লেও শোনা যাবে সেই শব্দ। প্রিয় দল ২-০ এগিয়ে যাওয়ার পরও দর্শকরা নীরবতা ভাঙলেন না। তবুও গ্যালারি একদম নিশ্চুপ। ইতালির সিরি ‘এ’ লিগে দেখা গেল এমন অভিনব ঘটনা।

প্রথমটা দেখে চমকে যাওয়াই স্বাভাবিক। আসল সত্য জানলে অবশ্য আপনিও সম্মান জানাবেন এই দর্শকদের। দুর্ঘটনায় প্রয়াত ৪৩ জনের জন্য ৪৩ মিনিট নীরবতা পালন করলেন ফুটবল ভক্তরা। ইতালির সিরি এ লিগে জেনোয়া বনাম এম্পোলি ম্যাচে রবিবার এমন ঘটনা ঘটেছে৷

চলতি মাসেই জেনোয়ায় ৮০ মিটার দীর্ঘ মোটরওয়ে ব্রিজ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ৪৩ জনের। ভেঙে পড়ার সময় ব্রিজটিতে ৩০-৩৫টি গাড়ী ও তিনটি মালবাহী ট্রাক ছিল। মর্মান্তিক সেই ঘটনা আজও জেনোয়াবাসীর কাছে দুঃস্বপ্নের মতো।

সেই দুর্ঘটনার পর রবিবারই জেনোয়ার লুইগি ফেরাসিস স্টেডিয়ামে প্রথম ম্যাচ ছিল। মাঠে বল গড়ানোর আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াতদের স্মরণে নীরবতা পালন করেন ফুটবলাররা৷ এরপর সমর্থকরা ৪৩ জন প্রয়াতদের স্মরণে ৪৩ মিনিট নীরবতা পালন করে৷

ম্যাচের ৪৩ মিনিট পার হওয়ার পর অবশ্য নীরবতা ভেঙে হোম টিমের সমর্থনে ফ্যানেদের গলা ফাটাতে দেখা যায়। এম্পোলির বিরুদ্ধে জেনোয়া ম্যাচ জেতে ২-১ ব্যবধানে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment