মাদক ব্যবসায় বাঁধায় দেওয়ায় ইউপি সদস্যকে প্রাননাশের হুমকি

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কেএম খালেদ রেজা নামে এক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী। খালেদ রেজা মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধিন চান্দহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিলম্বরপট্টির আ. রাজ্জাকের ছেলে। এঘটনায় ঢাকার নবাবগঞ্জ থানায় মাদক ব্যবসায়ী কাসেদের বিরুদ্ধে থানায় জিডি করেছে ইউপি সদস্য। ইউপি সদস্য খালেদ রেজা অভিযোগ করে বলেন, নিলম্বরপট্টির পাশ্ববর্তী ঢাকার নবাবগঞ্জের রুপারচর মদের রাজ্য হিসেবে পরিচিত। মদসহ সকল মাদক তৈরি ও বিক্রির বন্ধে দীর্ঘদিন ধরে তিনি এলাকার সচেতন নাগরিকদের নিয়ে আন্দোলন করে যাচ্ছে। কিছুদিন আগে রূপারচরে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রূপারচরের আ. মজিদের ছেলে কাসেদসহ কয়েকজনকে আটক করে পুলিশ। সম্প্রতি কাসেদ জামিনে ছাড়া পেয়ে তাকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি কাসেদ ইউপি সদস্যের মাকে সরাসরি তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন ভোক্তাভোগী ইউপি সদস্য। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ থানায় জিডি করেছে তিনি। এব্যাপারে নবাবগঞ্জ থানার এএসআই সোহরাব হোসেন বলেন, ইউপি সদস্য থানায় অভিযোগ করেছেন। কাল (বৃহস্পতিবার) তদন্তে যাবো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment