খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ।
সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে  সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে খালেদা জিয়া মুক্তি পরিষদের আয়োজনে ২৯ শে আগষ্ট বুধবার সকালে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, খালেদা জিয়া মুক্তি পরিষদের আহবায়ক অ্যাড. মাসুক আলম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি ফারুক আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সাধারণ সম্পাদক অ্যাড মো.আব্দুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.শেরেনুর আলী, বিএনপি নেতা অ্যাড আবুল মাজাদ, অ্যাড.মফচ্ছির মিয়া, খালেদা জিয়া মুক্তি পরিষদের সদস্য সচিব ও জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, বিএনপি নেতা সোহেল আহমদ, মাসুক আহমদ, অ্যাড শামছুর রহমান, অ্যাড. মোশাহিদ আলী, মোশাররফ হোসেন, হোসেন আমির, বিএনপি নেতা অ্যাড. জাহার উদ্দিন, অ্যাড.আব্দুল জলিল,অ্যাড কামাল হোসেন অ্যাড.শাহিনুর রহমান, অ্যাড.আজমদল হোসেন, অ্যাড. আব্দুল আহাদ, অ্যাড. আবুল কাশেম, অ্যাড.সালেহ আহমদ,অ্যাড,কামাল হোসেন, অ্যাড. আব্দুল করিম,আবু বক্কর, অ্যাড. মনির আহমদ,অ্যাড. কবির আহমেদ সাজু,অ্যাড শহিদুল ইসলাম, অ্যাড. জুনেদ আহমদ, সুমেল সর্দার, সৈয়দ শফিক, আব্দুল মতিন, মদরিছ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ সেচ্চাসেবক দলের নেতা জাহাঙ্গিন আলম, জুনেদ আহমদ, মিনারুল কাঞ্চন, সোহাগ, রউফ নাছিম চৌধুরী প্রমুখ।
 বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার বেগম খালেদা জিয়া কে মিথ্যা ও প্রহসনমুলক মামলা দিয়ে আটকে রেখেছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন নিবার্চন এদেশের জনগন মেনে নিবেনা। সরকার এদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তার বিচার না করে বিএনপিকে ধ্বংস করতেই এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । অবিলম্বে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment