ভৈরবে রেলওয়ে টিকেট কালোবাজারীর এক সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

মিলাদ হোসেন অপু, ভৈরব প্রতিনিধি:

জনসাধারনের দীর্ঘদিনের টিকেট না পাওয়ার কষ্ট কিছুটা হলেও দূর হবে। অবশেষে কিশোরগঞ্জ ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ অাদালত। সাজাপ্রাপ্ত যুবকটি হলেন পৌর শহরের জগনাথপুর মধ্যপাড়া এলাকার মৃত শফিক মিয়া (শিশু মিয়া) এর ছেলে তুহিন মিয়া (২৩)। আজ বিকালে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভৈরব র‍্যাব-১৪ এর সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন- ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, ভৈরব রেলওয়ে স্টেশনের যাত্রীদের অনেক অভিযোগ রয়েছে টিকেট না পাওয়ার। এখানে রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারিরা যাত্রী সেজে টিকিট কেটে পরে যাত্রীদের নিকট বেশি দামে বিক্রি করে । এই চক্রের কারণে সাধারণ যাত্রীরা অনেক সময় কাউন্টারে টিকেট পায় না। দীর্ঘদিন ধরে এ চক্রটি টিকেট কালোবাজারি করে অাসছিল স্টেশনে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment