আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি নদী হত্যাকান্ডে জড়িতদের শাস্তি দাবী

 শেরপুর(বগুড়া )প্রতিনিধি:

বেসরকারী টেলিভিশন আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৩০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, পরিমল বসাক। উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দ টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি সারোয়ার জাহান, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, মাইটিভি’র প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নাহিদ হাসান রবিন, বাদশা আলম, এজেড হীরা, সৌরভ অধিকারী শুভ, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু জাহের,সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক সেলিম রেজা,আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, শফিকুল ইসলাম বাবলু, অশোক সরকার, শরিফ উদ্দিন সাকিদার, ইফতেখার আলম ফরহাদ, উত্তম সরকার, লিমন হাসান,বিজয়টিভি প্রতিনিধি রবিন সরকার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধ করে “সাংবাদিক সুরক্ষা আইন” করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় কর্মরত সকল সাংবাদিকরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment