কুড়িগ্রামে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের ৫দফাদাবী নিয়ে স্বারকলিপি ও সংবাদ সম্মেলন

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম প্রতিনিধি: ৩০.০৮.২০১৮

কুড়িগ্রামে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের অবমূল্যায়ন প্রসঙ্গে স্বারকলিপি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের মাধ্যমে ৫দফা দাবী পূরণের জন্য প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যগণ। সংবাদ সম্মেলনে জানানো হয়,উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ৪৫ মোতাবেক উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়ে চলতি বছরের মার্চ মাসে তারা শপথ গ্রহণ করেন। এরপর থেকে নির্বাচিত সদস্যগণ তাদের কর্মকান্ড অবগত নন, সভা-সেমিনারসহ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত না করার অভিযোগ করেন তারা। এসময় তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে ৩০হাজার টাকা সম্মানী ভাতা, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পুক্ত করা, টিআর-কাবিটা প্রকল্পে অংশ নিশ্চিত করা, সমস্ত সভা- সেমিনারে অংশ গ্রহণ করার অধিকার নিশ্চিত করা এবং উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্যদের সুনির্দিষ্ট নীতিমালা প্রনণয় করাসহ ৫দফা দাবী তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ পারভীন, কামরুন্নাহার আজাদ, সুফিয়া বেগম, রাশিদা বেগম,শাবানা বেগম, আয়শা বেগম, মর্জিনা বেগম, সাহেরা বেগম, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী বেগম, বিউটি বেগম, রহিমা বেগম, রাহেলা বেগম, জাহানারা বেগম প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment