দোহারে ইউপি সদস্যের বাড়ি থেকে মূর্তি উদ্ধারের ঘটনায় থানায় মামলা

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহারে ইউপি সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের তৈরী ১৪ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনায় দুইজনকে আসামী করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-১৮,ধারা- ১৯৬৮ সনের পূরাকীর্তি আইনের ১৯,২০,২২ ও ২৩ ধারা তৎসহ দ:বি: আইনের ৪১৩ ধারা। আসামীরা হলেন উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিন শিমুলিয়া গ্রামের মৃত.আলী আহাম্মদ মাঝির ছেলে ও নারিশা ইউপি সদস্য কামাল হোসেন ডিপটি ওরফে কালা(৩২)মেম্বার(পলাতক),লটাখোলা গ্রামের জমির শেখের ছেলে বাবুল শেখ(৪৭)। পুলিশ ও র‌্যাব সুত্রে জানা যায়,গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিন শিমুলিয়া গ্রামের মৃত. আলী আহাম্মদ মাঝির ছেলে নারিশা ইউপি সদস্য কামাল হোসেন ডিপটি ওরফে কালা মেম্বারের বসত ঘরের সেলফ থেকে কাপড় দিয়ে মোড়ানো ৩২ ইঞ্চি লম্বা ১৭ ইঞ্চি পাশ কষ্টি পাথরের তৈরী ১৪ কেজি ওজনের প্রাচীনকালের একটি বাসুদেব মূর্তি উদ্ধার করেন র‌্যাব-১১ এর এএসপি মহিতুল ইসলাম।এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেলযোগে পালিয়ে যান ইউপি সদস্য কামাল হোসেন ডিপটি ওরফে কালা মেম্বার।এ সময়ে ডিপটি মেম্বারের সহযোগী বাবুল শেখ(৪৭)কে আটক করা হয়। র‌্যাব আরোও জানান,গত তিনদিন যাবৎ গোপন সংবাদের ভিত্তিত্বে ডিপটি ওরফে কালা মেম্বারের সাথে মোবাইল ফোনে মূর্তিটি বেচাকেনা নিয়ে কথা হয় ছদ্দবেশী র‌্যাবের সাথে।গত মঙ্গলবার রাত্রে ডিপটি মেম্বারের বাসায় মূর্তিটি বেচাকেনা ও পরীক্ষা-নিরীক্ষা করে সর্বশেষ কথা হয় ছদ্দবেশী র‌্যাবের সাথে।মূর্তিটির দাম হাকা হয় প্রতি কেজি ৪০ লক্ষ টাকা দরে।কথা অনুযায়ী দাম চুড়ান্ত করে মঙ্গলবার সকালে টাকা লেনদেনের মাধ্যমে মূর্তিটি হস্তান্তর করার সিদ্ধান্ত নেন উভয়পক্ষ।সকালে ক্রেতা হিসাবে ছদ্দবেশে র‌্যাব আসলে প্রথমে টাকা দেখতে চায় ইউপি সদস্য ডিপটি ওরফে কালা মেম্বার।এ সময়ে র‌্যাবের কথায় সন্দেহ হলে ডিপটি মেম্বার সুকৌশলে তার সহযোগী বাবুল শেখকে রেখে মটরসাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১১ এর একটি দল দোহার থানায় উদ্ধারকৃত ১৪ কেজি ওজনের মূর্তি ও আটক বাবুল শেখকে হস্তান্তর করেন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূর্তি উদ্ধারের ঘটনায় দুইজনকে আসামী করে দোহার থানায় দুইজনকে আসামী করে দোহার থানায় ১৯৬৮ সনের পূরাকীর্তি আইনের ১৯,২০,২২ ও ২৩ ধারা তৎসহ দ:বি: আইনের ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।আটক আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে র‌্যাব-১১ এর এএসপি মহিতুল ইসলাম জানান,গত বুধবার শ্রীনগর ও ঢাকার তাতীঁ বাজার স্বর্ন ব্যবসায়ীদের কাছে মূর্তিটি পরীক্ষার জন্য প্রেরন করে ফলাফল পাওয়া গিয়াছে।পরীক্ষায় প্রাথমিকভাবে প্রমানিত হয় মূর্তিটি কষ্টি পাথরের তৈরী এবং প্রাচীনতম।ধারনা করা হচ্ছে ইউপি মেম্বার ডিপটি ওরফে কালা আন্তজার্তিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment