ভারত মহাকাশে পাঠাবে ৩ নভোচারী

ভারত মহাকাশে পাঠাবে ৩ নভোচারী

ভারতের প্রথম মহাকাশযান ‘গগনযান’ তিনজন ভারতীয় নভোচারীকে সাত দিনের জন্য মহাকাশে নিয়ে যাবে। আর মাত্র চার বছর পর ভারতের স্বাধীনতার ঠিক পঁচাত্তর বছরে মহাকাশে পাড়ি দেওয়ার সব পরিকল্পনা তৈরি করে ফেলেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোচারী পাঠাতে যাচ্ছে ভারত।

গত ১৫ অগস্ট ‘গগনযান-২০২২’ প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সেই অভিযানের খুঁটিনাটি তুলে ধরেন ইসরোর চেয়ারম্যান কে সিভন।

কে সিভন বলেন, ঠিক চার বছর পর শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি ছাড়া হবে। তাতে থাকবেন তিন জন মহাকাশচারী। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। সে জন্য ব্যবহার করা হবে ভারতের নিজস্ব জিএসএলভি এম কে-থ্রি রকেট।’

ইসরো জানিয়েছে, পৃথিবীকে ঘিরে মহাকাশযানের যে ‘অরবাইটাল মডিউলটি’ প্রদক্ষিণ করবে তাতে দু’টি অংশ থাকবে। একটিতে মহাকাশচারীরা থাকবেন। সেটির নাম ‘ক্রু মডিউল’। যা যুক্ত থাকবে ‘সার্ভিস মডিউল’-এর সঙ্গে। ৫-৭ দিন নভোচারীরা মহাকাশে থাকবেন।

ভারতের এই মহাকাশ অভিযানের ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment