মাদারীপুরে শিশু অপহরণকারী ভেবে ভিক্ষুকের উপর হামলা

 মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি।

শিশু অপহরণকারী ভেবে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন আমিরুন নেসা(৫৫) এক ভিক্ষুক। সে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দ: রাজদী গ্রামের হাকিম তালুকদারের স্ত্রী। এলাকা সূত্রে জানাযায়, প্রতিদিনের মত গত মঙ্গলবার দুপুরে সে বরিশালের খাইঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে ভিক্ষা করতে গেলে এক শিশু বাচ্চা তার পিছু নেয় । না বুঝে এলাকাবাসী তাকে শিশু অপহরণকারী ভেবে বেদম মারপিট করে ছেরে দেন। এতে তার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় পরে ফার্মেসী থেকে কিছু ঔষধ খেলেও রাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, ওই নারীর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, আমরা পুরো ঘটনাটি গৌরনদী থানায় অব্যাহত করেছি। তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম মনির জানান, আহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে আবুল হোসেন সরদার নামের একজনকে আটক করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment