কম্বোডিয়ার আদালতে অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতার সাজা

‘একটি’ দেশের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলিয়ার চলচ্চিত্র নির্মাতা জেমস র‌্যাকেটসনকে (৬৯) ছয় বছরের সাজা দিয়েছে কম্বোডিয়ার আদালত। জেমস র‌্যাকেটসন তিনি কানাডার বর্তমান সরকারের কঠোর সমালোচক। গত ২০ বছর ধরে নিয়মিতই কম্বোডিয়া যেতেন এ চলচ্চিত্র নির্মাতা।

কম্বোডিয়ার বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টির শোভাযাত্রার ওপর ড্রোন উড়ানোর অভিযোগে ২০১৭ সালের জুনে তাকে গ্রেফতার করা হয়। এরপর কম্বোডিয়ার কারাগারে রাখা হয়েছে তাকে।

জেমস র‌্যাকেটসন তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি। জেমস র‌্যাকেটসনের আইনজীবী স্যাম ওন কং জানিয়েছেন, তার মক্কেল রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি রাজকীয় ক্ষমাও চাইতে পারেন।

সাজার খবর শোনার পর জেমস র‌্যাকেটসনের পরিবার বলেছে, ‘আমরা রায় শুনে খুবই বিস্মিত হয়েছি। সে নির্দোষ। তাকে রূঢ়ভাবে সাজা দেয়া হয়েছে।’ এ বিষয়ে তারা অস্ট্রেলিয়ার সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জেমস র‌্যাকেটসনের বয়স ৭০ এর কাছাকাছি। ১৫ মাস ধরে তিনি কারাগারে আছেন। তার স্বাস্থ্যও খুব একটা ভালো নয়। সূত্র: সিএএন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment