নওগাঁয় জমি প্রস্তুত করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

 স্টাফ রিপোর্টার, নওগাঁ ঃ

নওগাঁর মহাদেবপুরে আমন (চিকন-আতব) ধান রোপনের জন্য জমি পস্তুত করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে জীবন দিলেন এক কৃষক। এমর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ( খাঁ-পাড়া) গ্রামের মাঠে। বিদ্যুৎ বিভাগের স্থানিয় কর্মকর্তা- কর্মচারীদের গাফলাতীর কারনেই কৃষকের এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানিয়রা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মামুনুর রশিদ জানান, শনিবার সকাল ১১ টারদিকে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ( খাঁ-পাড়া) গ্রামের মৃত শশী খাঁর ছেলে মকবুল হোসেন খাঁ (৬০) চলতি মৌসুমের আমন (চিকন-আতব) ধান রোপনের জন্য মাঠে জমি প্রস্তুত করার জন্য যান। কোদাল দিয়ে জমি প্রস্তুত করার সময় জমিতে থাকা বিদ্যুতের পোল এর টানা তারের কাছে জমি প্রস্তুত করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন কৃষক মকবুল হোসেন খাঁ । তিনি আরো জানান, মৃত্যুর খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু মৃতের স্বজনরা কোন অভিযোগ না করে মৃতদেহ দাফনের অনুমতি নেয়ায় আমরা মৃতদেহ উদ্ধার না করে ফিরে এসেছি। অপরদিকে বিদ্যুৎ পিষ্ট হয়ে মকবুল হোসেন খাঁ মৃত্যুর ঘটনায় গ্রাম সহ আশে- পাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং সেই সাথে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দ্বায়িত্বহীনতার কারনেই কৃষক মকবুল হোসেন খাঁর মৃত্যু হয়েছে এমন আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রামবাসীর মাঝে বলেও জানিয়েছে গ্রামের লোকজন। দ্বায়িত্বহীনতার অভিযোগ অস্বিকার করে নওহাটামোড় (চৌমাশিয়া) পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার রওশন আলী বলেন, খবর পেয়ে আমি নিজেই আমাদের কর্মীকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাইন চালু অবস্থায় পোলে হাত দিয়ে ও চেক করে দেখেছি জানিয়ে তিনি আরো বলেন, ঘটনাস্থলে কোন ভাবেই বিদ্যুৎ পিষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মামুনুর রশিদ কে বিদ্যুৎ বিভাগের দেয়া মন্তব্যর বিষয়টি অবগত করে জানতে চাইলে, এস আই মামুনুর রশিদ বলেন, ঘটনাস্থলের পার্শ্বেই জমিতে নিহতের ছেলে ও কাজ করছিলেন এবং মকবুল হোসেন বিদ্যুৎ পিষ্ট হয়েই মারা গেছেন, নিহতের শরীরের বেশকিছু অংশ ঝলসে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment