পাবনায় আনন্দ টিভির সাংবাদিককে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর প্রেসক্লাব এর উদ্দোগে আজ সকালে মাদারীপুর প্রেসক্লাব সামনে পাবনায় আনন্দ টিভির সাংবাদিক সুর্বণা নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।মানববন্ধনে জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক সুর্বণা নদীকে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে নিরাপত্তা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহজাহান খান, দৈনিক যুগান্তর প্রতিনিধি গোলাম মাওলা আকন্দ, বাসসের প্রতিনিধি জাহাঙ্গীর কবির, এটিএন নিউজ ও বাংলাট্রিবিউনের প্রতিনিধি জহিরুল ইসলাম খান,ম.ম.হারুন অর রশিদ আনন্দ টিভি মাদারপিু প্রতিনিধি সহ অনেকেই।গত ২৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে (৩২) শহরের রাধানগরে নিজবাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন দুপুরে নিহত নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর শ^শুর শিল্পপতি আবুল হোসেন, তার ছেলে রাজিব ও রাজিবের সহকারী মিলনসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় শিল্পপতি আবুল হোসেনকে গ্রেফতার করলে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment