ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে মানববন্ধন

 রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও পাবনায় নারী সাংবাদিক সুবর্ণাকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ঝিনাইদহ জেলার প্রেসক্লাব কালীগঞ্জ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। রবিবার সকাল ১০টায় মেইন বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিদুল ইসলাম মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হেলাল উদ্দিন, কৃষকলীগের উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মনটু, সাখাওয়াত হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে সারাদেশে সাংবাদিক নির্বাচন বন্ধ ও পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment