ক্ষুদ্ধ আকমল, ক্রিকেট সরঞ্জাম পুড়িয়ে ফেলার হুমকি!

ক্রিকেট মঞ্চে আবারও নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করেছে পাকিস্তান। ধারাবাহিকভাবে পারফরম করছে দলের তারকা খেলোয়াড়রা। আর এরই মাঝে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তানের হার্ডহিটার উমর আকমল। দীর্ঘ সময় দলের বাইরে থাকার আক্ষেপ থেকেই তার এই রাগ-ক্ষোভ। তাই ক্রিকেট সরঞ্জামের কিটব্যাগ পুড়িয়ে ফেলার হুমকিই দিয়ে বসলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান!

পাকিস্তান অধিনায়ক, নির্বাচক ও কোচকে লক্ষ্য করে আকমল বলেন, তা হলে কি কিটব্যাগটা পুড়িয়ে ফেলব। নিজেকে ব্যাট দিয়ে মারব। করাচি ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে আকমল বলেন- আজকাল শুধু কোচ, অধিনায়কই খেলোয়াড় বাছাই করেন। প্রধান নির্বাচকের কোনো মতামত নেয়া হয় না। অথচ দল নির্বাচনে তারই মুখ্য ভূমিকা পালন করার কথা। প্রকৃতপক্ষে তিনজনেরই একমত হয়ে তা ঠিক করা উচিত।

আকমল সবশেষ গত বছরের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন। সম্প্রতি ৩৩ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে পিসিবি। তাতে ঠাঁই পাননি আকমল। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণ দেখিয়ে তাকে বাদ দিয়েছে বোর্ড। কিন্তু তাতেও আফসোস নেই এ ড্যাশিং ব্যাটসম্যানের। আফসোস ফিট থাকার পরও দলে ডাক না পাওয়ায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment