বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপের ঘটনায় লম্পটের ৭০ হাজার টাকা জরিমানা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি :

বগুড়ার শেরপুরের শালফা উত্তর পাড়া গ্রামের অসামাজিক কার্যকলাপের ঘটনায় গতকাল সোমবার সকালে সাবেক ইউপি সদস্য আবু তাহেরের বাড়িতে এক শালিসী বৈঠকে আব্দুল হালিমের (৩০) ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা উত্তর পাড়া গ্রামের বাকপ্রতিবন্ধি হেলাল উদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনের সাথে শালফা পূর্বপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে আব্দুল হালিমের সাথে প্রায় তিন মাস পূর্ব থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরই সূত্র ধরে হেলাল বাড়ীতে না থাকার সুযোগে গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে ঘরে ঢুকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় গৃহবধু জেসমিনের দেবর সোহেল টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে লম্পটকে আটক করে রাখে। পরে বিষয়টি ধামাচাপা দিতে ওই এলাকার মাতব্বররা রাতভর দেন দরবার করে কোন সমাধান আনতে না পেরে গতকাল সোমবার সকাল ৯টায় সাবেক ইউপি সদস্য আবু তাহেরের বাড়িতে শালিসী বৈঠক বসে। সে সময় ওই এলাকার মাতব্বর দুদু মিয়া, আব্দুল বাছের, আব্দুস ছামাদসহ আরো কয়েকজন শালিসী বৈঠক করে লম্পট হালিমের ৭০ হাজার টাকা জরিমানাসহ চড়-থাপ্পর মেরে মিমাংসা করা হয়েছে। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আবু তাহের বলেন- অসামাজিক কার্যকলাপের বিষয়টি মিমাংসা করে জরিমানার ৭০ হাজার টাকা অন্য মাতব্বরদের মাধ্যমে চেয়ারম্যানের নিকট দেওয়া হয়েছে। টাকাগুলো ওই গৃহবধুর সন্তানদের নামে ব্যাংকে রাথা হবে। জরিমানার টাকার ব্যাপারে চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জুর নিকট জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment