জগন্নাথপুরে ভগবান  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

,
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর
(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
 জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার(২রা সেপ্টেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুরে  ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে। সকাল থেকে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথপুর জিউর আখড়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমবেত হতে থাকেন। সকাল ১১ ঘটিকার দিকে মঙ্গল শোভাযাত্রার উদ্ভোধন কালে এক আলোচনা সভা সর্বজনীন জম্মাষ্টমী উদযাপন পরিষদ এর আহ্বায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে,জগন্নাথপুর থানার পরিদর্শক তদন্ত আশরাফুল আলম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, পুজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব বণিক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, ডাক্তার দিব্য রঞ্জন দে ও সাংবাদিক অমিত দেব প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment