তবে কী রোনালদোর জন্য ‘অপয়া’ জুভেন্টাসের জার্সি?

ইতালির সিরি এ-তে জুভেন্টাসের জয়ের ধারা অব্যাহত। গত শনিবারও লিগের ম্যাচে তারা হারাল পারমাকে। লিগে তিন ম্যাচ হয়ে গেলেও এখনও জুভেন্টাসের জার্সিতে গোলের দেখা পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের দু’মিনিটের মধ্যেই জুভেন্টাসকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ। বিরতিতে যাওয়ার ১০ মিনিট আগে পারমার হয়ে সমতা ফেরান জারভিনহো। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ব্লেইস মাতুইদি।

রিয়াল মাদ্রিদ ছেড়ে বিশ্বকাপের পরেই জুভেন্টাসে ফুটবল মৌসুম শুরু করলেও, তিন ম্যাচ হয়ে গেলেও এখনও গোলের দেখা পেলেন না সিআর সেভেন। অবশ্য সারা ম্যাচে চেষ্টার ত্রুটি রাখেননি পর্তুগিজ সুপারস্টার।

সিরি এ তে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের অপেক্ষা আরও দীর্ঘ হল। পারমাকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ বলেন, “সিরি এ-তে একটু সময় লাগবে রোনালদোর মানিয়ে নিতে। তবে ম্যাচে সে ভালই খেলেছে। সে বিশ্বের সেরা খেলোয়াড়। সব ম্যাচে গোল করতে চায়। তবে নিজেকে শান্ত রাখতে হবে। তখন গোলের বন্যা বইবে।”

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment