বৃষ্টি মাথায় নিয়ে মাদারীপুরের শিবচরে মহাজন্মাষ্টমী শোভাযাত্রায় হাজারো ভক্তদের ঢল

মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধি ॥

উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী শুভ মহাজন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে হাজার হাজার ভক্তবৃন্দ দূর-দূরান্ত থেকে এসে মহাজন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। বিপুল উৎসাহ উদ্দিপনায় ভক্তদের উপস্থিতিতে উৎসবস্থল এক মিলন মেলায় পরিনত হয়। জানা যায়, মহাজন্মাষ্টমী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির, কালীবাড়ি মন্দির, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির থেকে বিপুল সংখ্যক পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫ সহ¯্রাধিক ভক্তদের অংশ গ্রহনে এই মঙ্গল শোভাযাত্রায় নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত হয়ে শিশু কিশোরদের অংশগ্রহন, ঢাক-ঢোল , হাজার হাজার নারীদের উলু ধ্বনির সাজে শুভ শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন ধ্বনিতে মুখর ছিল শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ৭১ চত্ত্বর ঘুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির শেষ হয়। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাশে^র আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিমসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে দিনটি উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে সকাল থেকে শ্রীশ্রী গীতাযজ্ঞ, প্রার্থনা, শ্রীকৃষ্ণের মহাভীষেক, কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment