অদক্ষ পরিচালক কঙ্গনা!

বিতর্ক যেন পিছু ছাড়ছে না কঙ্গনা রনৌতের। সম্প্রতি ভাইরাল হয় ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমা পরিচালনার বিষয়টি। সে নিয়ে কম কথা হয়নি। তাঁর পরিচালক হওয়ার জের ধরে ছবিই ছেড়ে দিলেন ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’র অভিনয়শিল্পী সোনু সুদ। সোনুর অভিযোগ, পরিচালক হিসেবে কঙ্গনা দক্ষ নন, তাই ছবিটি ছেড়ে দিচ্ছেন তিনি। কঙ্গনা অবশ্য বলেছেন, নারী পরিচালক বলেই সোনু কঙ্গনাকে মানতে পারছেন না।

গত শুক্রবার এ খবর বেরোয় যে কঙ্গনার পরিচালনায় কাজ করবেন না বলে সোনু সুদ মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি থেকে বেরিয়ে যান। এর পরিপ্রেক্ষিতে কঙ্গনা বলেন, নারী পরিচালকের অধীনে কাজ করতে অস্বীকৃতির কারণেই ছবি থেকে বেরিয়েছেন সোনু। কিন্তু কঙ্গনার এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন সোনু। তিনি বলেন, কঙ্গনা লিঙ্গবৈষম্যকে ইস্যু করতে চাইছেন। এটি ‘নারী-পুরুষ’ নিয়ে কথা নয়, কথা কর্মদক্ষতা নিয়ে। সোনুর ভাষ্য, ‘কঙ্গনা খুবই প্রিয় একজন বন্ধু এবং সব সময়ই এটি থাকবে। কিন্তু সে সব সময়ই তার “নারী” হওয়াকে ইস্যু হিসেবে ব্যবহার করে এবং পুরো ইস্যুটাকে লিঙ্গবৈষম্যের মোড়কে উপস্থাপন করে, যা খুবই হাস্যকর। আমি ফারাহ খানের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার ছবিতে কাজ করেছি। ফারাহ ও আমার মধ্যে তো দারুণ পেশাদারি সম্পর্ক ছিল।’

কঙ্গনা অবশ্য অভিযোগ এনেছেন সোনুর অপেশাদারি আচরণ নিয়ে। ছবিতে যে কুস্তির দৃশ্যগুলো নেই, সেগুলো কীভাবে করার ইচ্ছা প্রকাশ করেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কঙ্গনা বলেন, ‘তিনি নিজেই তাঁর কুস্তির দৃশ্য লিখে ফেললেন দঙ্গল ছবির মতো করে। যেটি পাণ্ডুলিপিতে ছিলই না। তিনি (সোনু) ও পরিচালক প্রচুর দৃশ্য ধারণ করেছেন, যেগুলো পাণ্ডুলিপিতে ছিল না। লেখকও ওগুলো খারিজ করেছেন। এটা কি আমার দোষ? আমি কি ছবির চিত্রনাট্য লিখেছি? তিনি প্রযোজককের কাছে চেয়েছিলেন কুস্তির দৃশ্যগুলো রেখে দিতে। কিন্তু প্রযোজকও এগুলো রাখতে চাননি।’

সে যা-ই হোক, কঙ্গনা মানেই যে বিতর্ক, দিন দিন এটাই যেন সত্য হচ্ছে। মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি ছবিতে আরও দেখা যাবে যিশু সেনগুপ্ত, অতুল কুলকার্নি, সুরেশ ওবেরয়, অঙ্কিতা লোখান্ডেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment