নিকলীতে হাওর মাষ্টার প্ল্যান শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

 হিমেল আহমেদ,নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীতে আজ সোমবার সকাল ১০টায় পপি রি-কল ২০২১ প্রকল্পের উদ্দ্যোগে হাওর মাষ্টার প্ল্যান শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ উদ্বোধন করেন নিকলী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও প্রধান অতিথি কারার সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে সঙ্গে ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াহ্ধসঢ়; ইয়া খান,পপির নিকলী অঞ্চলের প্রকল্প সম্বয়ক মোঃ জহিরুল ইসলাম,ফেরদৌস আলম,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আক্তার ও পপি রি-কল ২০২১ এর কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে, হাওরে সমন্বীত পরিকল্পনা,বহুমাত্রিক সংস্থা ও জনগোষ্টির অর্ন্তভূক্তি নিশ্চিত করে টেকসই উন্নয়ন দারিদ্র বিমোচন। হাওরে বিদ্যমান জীববেচিত্র্য অক্ষুন্ন রেখে কৃষিতে উৎপাদন বৃদ্ধি সহ জীবন যাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন। এ সময় পপি রি-কল ২০২১ প্রকল্প এলাকার অর্ধশত প্রশিক্ষনার্থী অংশ নেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment