বগুড়ার শেরপুরের নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি

শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরের ছাতিয়ানী বাজারে গত রোববার দিনগত রাতে চোরেরা কয়েকটি দোকানের সাটারের তালা কেটে প্রায় নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ঋনের বোঝা মাথায় নিয়ে ঘুরপাক খাচ্ছে অনেকেই। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে টুটুল, জয়নাল আবদিনের ছেলে চানমিয়া, বাহাদুর পন্ডিতের ছেলে নজরুল, মৃত আক্কেল সরকারের ছেলে শহীদ, খাগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মোমিন ও আবু বক্কারের ছেলে আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ছাতিয়ানী বাজারে ব্যবসা করে আসছিল। গত রোববার রাত ১০ টার দিকে দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যায়। সেই সুযোগে চোরেরা রাতের যে কোন সময় দোকান ঘরের সাটারের তালা কেটে নগদ টাকাসহ সব মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে দোকানের সাটার খোলা দেখে স্থানিয় লোকজন দোকান মালিকদের খবর দিলে তারা ভিতরে গিয়ে দেখে দোকান একদম ফাকা। এতে মোমিনের মাল্টিমিডিয়া দোকান থেকে নগদ ২ হাজার ৫’শ টাকা, শহীদের হোটেলের ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, আব্দুল্লাহ’র কাপড়ের দোকানের ৩ লাখ, টুটুলের দেড় লাখ, চান মিয়ার ২ লাখ ও নজরুলের কাপড়ের দোকানে নগদ ২৫ হাজার টাকা ও ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। কাপড়ের দোকানী আব্দুল্লাহ বলেন, আমি ব্যুরো বাংলাদেশ ও টিএমএসএস থেকে ঋন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমার দোকানে আর কিছুই নেই সব চুরি হয়ে গেছে। আমি এখন কি করবো। কিভাবে ঋন শোধ করবো বলে কান্নায় ভেঙ্গে পরেন। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, চুরির ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের খুজে বের করার চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment