সাভারে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই  মাদক ব্যবসায়ী আটক  

মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)
  সাভারে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপূল পরিমানে  ফেন্সিডিলসহ  দুই  মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ফেন্সিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক দুই মাদক ব্যবসায়ী হলো- ১. তরিকুল ইসলাম এবং ২. কামাল হোসেন। উভয়ের বাড়ী যশোর জেলা বলে জানা গেছে।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ এই ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করে আসছে অনেক আগে থেকেই।
২ সেপ্টেম্বর (রবিবার) গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম  নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে আটক করেছে দুইজনকে । রাত আনুমানিক  ৯.৪৫ ঘটিকায় সাভার নিউমার্কেটের সামনে থেকে একটি ট্রাক থেকে ৩০০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় ফেন্সিডিল বহনকারী ট্রাকটি ও জব্দ করা হয়।
 মোহাম্মদ আমিনুল ইসলাম  বলেন,সোর্স থেকে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি।  ইতোপূর্বেও আসামীদ্বয় যশোর থেকে  উক্ত ট্রাকে করে ফেন্সিডিল সংগ্রহ করে সাভারসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
 মাদক আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment