পাবনায় চাকুরী জাতীয়করণের দাবীতে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

 আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:

বে-সরকারি স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক-কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়ীভাড়া, সর্বোপরি জাতীয়করণের দাবীতে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) পাবনা জেলা শাখার উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাচিপ) পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং এস.এম. মাহবুব আলমের সঞ্চালনায় শিক্ষকদের ন্যায্যদাবী দাওয়া নিয়ে বক্তব্য দেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসাইন খান, পাবনা শাখার সহ-সভাপতি উপাধ্যক্ষ নজুরুল ইসলাম বাবু, পাবনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মোঃ আনছারউল্লাহ, সহ- সভাপতি উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু, পাবনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক খান আমিনুর রহমান, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষক আব্দুল মোত্তালিব, আরএম একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন, পদ্মা কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন, সামছুল হুদা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এনামূল হক রঞ্জু, বাঁেশরবাদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, পাবনা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সিটি কলেজ পাবনার প্রভাষক সঞ্জয় রায়, মধুপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. মজিদ, লোহাগড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আলিম, আরিফপুর মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান ও সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন, মীর্জাপুর দাখিল মাদ্রাসার সুপার ফজলুর রহমান, দোগাছী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আব্দুল হালিম বাচ্চু খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক সাইফুল হক, ধুলাউড়ী ডিগ্রী কলেজের প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment