মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই শহীদুজ্জামান সরকার

 স্টাফ রিপোর্টার, নওগাঁ :

তরুণ ও যুব সমাজকে মাদক এবং সন্ত্রাসের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ (পতœীতলা- ধামইরহাট) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার। সোমবার বিকেলে নওগাঁর পতœীতলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদুজ্জামান সরকার বলেন, সারা বছর খেলাধুলার অনুশীলন করতে হবে। যুব সমাজ খেলাধুলার সুযোগ না পেলে মাদক ও সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়বে, এতে সমাজ ক্ষতিগ্রস্থ হবে। আর খেলাধুলাসহ চিত্র বিনোদনের সুযোগ পেলে এরা মাদক ও সন্ত্রাস থেকে দুরে থাকার সুযোগ পায়। মাদকমুক্ত যুব সমাজ তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখতে পারে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ একটি দেশকে বিশে^র দরবারে পরিচিত করে তুলতে পারে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় আমাদের ছেলে মেয়েরা কৃতিত্ব অর্জন করে দেশের সুনাম বয়ে আনছে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশি নজর দেয়ার কারনে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। যুব সমাজকে খেলাধুলার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিতে সরকার ক্রীড়া মন্ত্রণালয়কে বেশী পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। খেলাধুলায়ও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসহাক হোসেন, সহ সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক আব্দুল গাফ্ধসঢ়;ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির বাবু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিল্টন উদ্দীন, পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী প্রমূখ। উক্ত উদ্বোধনী খেলায় পাটিচরা ইউনিয়ন একাদশ শিহাড়া ইউনিয়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment