ছাতকে যুগান্তরের উপজেলা প্রতিনিধিকে গ্রেপ্তারে জগন্নাথপুরের সাংবাদিকদের নিন্দা

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়েছে জগন্নাথপুরের সাংবাদিক মহল। এক বিবৃতিতে সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা।বিবৃতিতে তারা অভিলম্বে তার মুক্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের সাথে এধরনের আচরণ কাম্য নয়। এধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায়।এতে সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুন্ন হবে। বিবৃতি দাতারা হলেন:-জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি,দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি জহিরুল ইসলাম লাল,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল হাই,দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রিয়াজ রহমান,দৈনিক নয়াদিগন্তর প্রতিনিধি হুমায়ুন আহমদ,দৈনিক হাওঞ্চলের প্রতিনিধি শাহ এস এম ফরিদ,দৈনিক শ্যামল সিলেটের জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রতিনিধি বিপ্লব দেব নাথ,দৈনিক আজকালের খবর প্রতিনিধি জুয়েল আহমদ মাহিন,দৈনিক আজকের সুনামগঞ্জের প্রতিনিধি মো.ফখরুল ইসলাম,দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি মো.সুজাত আলী,দৈনিক প্রতিদিনের খবরের প্রতিনিধি দুলন আহমদ। প্রসঙ্গত, ছাতকে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন রনিকে গত সোমবার রাতে উপজেলার আলমপুর গ্রামের তার নিজ বাসভবন থেকে আটক করে একদল পুলিশ।পরদিন মঙ্গলবার ট্রাফিক সার্জেন্ট গোলাম মোস্তফা বাদি হয়ে দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment