নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লক্ষ টাকা

 মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ

জেলার নাসিরনগরে বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে সঠিক ভাবে কেউ বলতে পারছে না। ঘটনাটি ঘটেছে ৫ সেপ্টেম্বর ২০১৮ রোজ বুধবার গভীর রাতে, উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা চক বাজারে। সরেজমিন এলাকায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা গেছে। রাত প্রায় ৩ ঘটিকার সময় বাজারের দোকান গুলোতে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের শব্দ শুনে প্রতিবেশীরা ঘুম থেকে জেগে দৌড়ে এসে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অগ্নিকান্ডের ফলে মোঃ কাসেম মিয়ার মুদির দোকান, জুনাইদ হকের সারের দোকান,মোঃ আবু মুসা মিয়ার ষ্টেশনারী দোকান,ইয়াছিন মিয়ার মোরগের দোকান,তোফাজ্জর হকের মোরগের দোকান,আবু কালামের চা দোকান ও মো: মাঞ্জু মিয়ার কাপড়ের দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রন আনতে গিয়ে আসলাম ভূইয়া, লিটন মিয়া, বোরহান মিয়া,তাহের আলী, কবির মিয়া,এমরান মিয়া, চেয়ারম্যান ওয়াছ আলীরও ঘরের বেশ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানান মোঃ কাসেম মিয়ার মুদির দোকানে প্রায় ৩ লক্ষ, জুনাইদ হকের সারের দোকানে ১ লক্ষ, মোঃ আবু মুছা ভূইয়ার ষ্টেশনারী দোকানের প্রায় ১৫ লক্ষ, ইয়াছিন মিয়ার মোরগ দোকানে ১ লক্ষ, তোফাজ্জল হকের মোরগ দোকানে ১ লক্ষ, আবু কালামের চায়ের দোকানের ১ লক্ষ ও মাঞ্জু মিয়ার কাপড় দোকানের ঘরসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment