পটুয়াখালীর লাউকাঠী নদীতে সেতু নির্মানের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ॥

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥ তারিখ: ০৬.৯.২০১৮

 
পটুয়াখালীর লাউকাঠী খেয়াঘাট সংলগ্ন নদীতে সেতু নির্মানের দাবীতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে চার ইউনিয়নের কয়েকশত মানুষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লাউকাঠী, মৌকরন, শ্রীরামপুর ও মুরাদিয়ায় ইউনিয়নের পাঁচ শতাধীক মানুষ সেতু নির্মানের দাবীতে খেয়াঘাট থেকে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় তারা বলেন, জেলা শহর থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌকরন বিএলপি ডিগ্রী কলেজ, লাউকাঠী আছমত আলী কলেজ ও লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনেসহ অর্ধশতাধীক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সহজ পথ লাউকাঠী খেয়াঘাট। কিন্তু বর্ষা মৌসুমে জরাজির্ণ ঘাটে জোয়ারের সময় খেয়া পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হয় শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে। সম্প্রতি সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি ও সাবেক সচিব আ. মালেক সরেজমিন পরিদর্শন করে এই খেয়াঘাট এলাকায় একটি সেতু নির্মানের প্রতিশ্রুতি দিলেছিলেন। কিন্তু সচিব আবদুল মালেক স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে তথ্য মন্ত্রনালয়ে বদলী হবার পর অজ্ঞাত কারনে থামকে যায় সেতু নির্মানের কার্যক্রম। বক্তারা আরো বলেন, পৌর শহর সংলগ্ন এ নদীতে যদি শুধুমাত্র একটা সেতু করা হলে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ উপকৃত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment