কলাপাড়ায় স্কুল ছাত্রী ইভাকে ধর্ষন শেষে হত্যা ও তুলিকে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মানব বন্ধন

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি,০৬সেপ্টম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় “নির্যাতন নিপীড়ন পাশবিকতা রুখে দাড়াও-বিবেক জাগ্রত করুন মানুষরুপী দানবদের প্রতিরোধ করুন”এই শ্লোগানকে সামনে রেখে স্কুল ছাত্রী ইভাকে ধর্ষন শেষে হত্যা ও নবম শ্রেণীর ছাত্রী তুলিকে পেটে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কলাপাড়া মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ, প্রগতি পাঠাগার’র যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করে। বৃষ্টিতে ভিজে প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকমী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ও নাগরিক উদ্যোগ’র আহবায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, মহিলা ক্লাব সভাপতি নমিতা রানি দত্ত, কাউন্সিলর মনোয়ারা বেগম, মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজের প্রভাষক নিজাম উদ্দিন, তায়েফ মাঈন উদ্দিন তোহা, ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি নীল রতন কুন্ডু প্রমূখ।
সমাবেশে বক্তরা ইভা’র হত্যাকারীদের ও তুলিকে হত্যা চেষ্টায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত (১.৯.২০১৮) শনিবার সকালে বিদ্যালয়ের যাওয়ার পথে স্থানীয় বখাটে ধুলাসর এলাকার সোলায়মানের পুত্র নাঈম তুলির পথ আটকে প্রেম প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে নবম শ্রেনীর ছাত্রী তুলিকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। অপরদিকে গত (১৪.৮.২০১৮) মঙ্গলবার রাত ১০ টায় মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে মাকে ঘরে বেঁধে রেখে কাঠ মিস্ত্রি ইসমাইল হোসেনের ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়ে ইভাকে ধর্ষনের পর হত্যা করে দূর্বৃত্তরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment