চুয়াডাঙ্গার জীবননগরে  পাইপগানসহ সন্ত্রাসী  সাগরকে আটক করেছে পুলিশ। 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, মামুন মোল্লা:(০৬/০৯/১৮)
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী আমতলা নামক স্থান থেকে  জীবননগর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী  সাগরকে (২২) দেশীয় তৈরী একটি পাইপগান সহ আটক করে।
ঘটনার বিবরনে জানা যায়, আটককৃত সাগর উথলী আমতলা পাড়ার খোকনের ছেলে। সে একই এলাকার তার শশুড় ড্রাইভার মান্নানের  বাড়ীতে ঘরজামাই থাকে।  এছাড়াও সে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত জনাব আলীর সাহযোগী ছিল। এবং জীবননগর থানার ছয়টি মালার আসামী।
সে মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসীমুলক কর্মকান্ড করতো বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাগরের কাছে দেশীয় তৈরী পাইপগান আছে।
এ মর্মে  জীবননগর থানার এস আই সিরাজুল আলম, এস আই সেলিম, এস আই নাজমুল,  এ এস আই সাজ্জাদ, এ এস আই মিলন, এ এস আই আরিফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে  গতকাল গভীর রাতে অভিযান চালায়।
তার শয়নক্ষের খাটের নিচ হতে বস্তায় জড়ানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করি।
সে উদ্ধারকৃত অস্ত্র দ্বারা ডাকাতি, ছিনতাই,ও সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াতো বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে।
এদিকে তার পরিবারের পক্ষ থেকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সদ্য  নিহত   মাদক ব্যবসায়ী জনাব আলীর সম্পর্ক ছিলো তা স্বীকার করেন তার শশুড় মান্নান ও সাগরের পিতা খোকন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment