সমকামিতা বৈধ: ভারতীয় সুপ্রিম কোর্ট

সমকামিতাকে বৈধ ঘোষণা করেছেন ভারতের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে ব্রিটিশ উপনিবেশ আমলের বহু বছরের পুরোনো ফৌজদারি আইনের ৩৭৭ নম্বর ধারার সাংবিধানিক বৈধতা খারিজ করা হয়েছে।

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র রায় ঘোষণার সময় বলেন, আমাদের কুসংস্কার দূর করতে হবে এবং সবাইকে সমঅধিকার দান করতে হবে। এসময় অন্য চার বিচারপতিও তাতে সম্মতি দান করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment