আওয়ামী সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন নির্মল রঞ্জন গুহ

 আবুল হাশেম ফকির:

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এ্যাড. মোল্লা মোহাম্মদ আবু কাওসার পারিবারিক ও সাংগঠনিক সফরে আমেরিকা যাওয়ায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ কে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব প্রদান করেন। গতকাল ৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুলের স্বাক্ষরিত এক চিঠিতে বাবু নির্মল রঞ্জন গুহকে এই দায়িত্ব প্রদান করেন। এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার যতদিন বাহিরে অবস্থান করিবেন, ততদিন এই সাংগঠনিক দায়িত্ব পালন করিবেন। গত ৫ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে তিনি আমেরিকার উদ্দেশে রওয়ানা হন। ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ দ্বায়িত্ব পালন সময়কালীন দলের নেতাকর্মী ও নিজ এলাকা দোহার নবাবগঞ্জবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন। এর আগেও তিনি একাধিকবার সভাপতির দায়িত্ব বিশ্বাস, নিষ্ঠাবান, বিশ্বস্ত এবং বিশেষ গুরুত্ব সহকারে সাংগঠনিক দায়িত্ব পালন করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করে ভাল অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর ঢাকা জেলা দক্ষিন সহ বিভিন্ন জেলার এবং নিজ এলাকা দোহার নবাবগঞ্জের নেতাকর্মীরা সাংগঠনিক সহযোগীতা আশ্বাস সহ তাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ভারপ্রাপ্ত সভাপতি সকলের ভালবাসা গ্রহণ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাহাকেই নির্বাচনের টিকেট দিবেন তার জন্য কাজ করার নির্দেশ প্রদান করেন উপস্থিত নেতাকর্মীর প্রতি। দায়িত্ব গ্রহন কালে নিজ এলাকা ও বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment