অক্টোবরে প্রথম এল ক্ল্যাসিকো

লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মুখোমুখি লড়াই মানেই নতুন কিছু। স্প্যানিশ লিগের ভক্তরা সারা মৌসুম এই দুই এল ক্ল্যাসিকোর অপেক্ষায় থাকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো চলে যাওয়ায় এবারের এল ক্ল্যাসিকোয় আলাদাভাবে চোখ থাকবে দর্শকদের। রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ মেসিদের বিপক্ষে কেমন খেলে সেটাই হবে দেখার মূল বিষয়। লা লিগা কতৃপক্ষ এবারের মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচের তারিখ নির্ধারণ করেছে।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো খেলতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে কাতালানরা। তার আগে অবশ্য দু’দল ঘরের মাঠে খেলবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপের পর্বের ম্যাচ।

রিয়াল মাদ্রিদ এল ক্ল্যাসিকোর আগে সান্তিয়াগো ব্যার্নাব্যুতে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে মাঠে নামবে। আর বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। বার্সেলোনা সর্বশেষ রিয়ালের মুখোমুখি হয়েছে গত মৌসুমে মে মাসে। তার আগেই অবশ্য বার্সেলোনা গত মৌসুমের লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলে। আর সেজন্য দ্বিতীয় এল ক্ল্যাসিকোর আগে বার্সাকে গার্ড অব অনার দেওয়ার কথা ছিল রিয়ালের।

কিন্তু কোচ জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ সে নিয়ম রক্ষা করেনি। তাদের অভিযোগ ছিল বার্সেলোনাই আগে নিয়ম ভেঙেছে। গার্ড অব অনার প্রাপ্য ছিল রিয়ালের কিন্তু বার্সেলোনা সারিবদ্ধ হয়ে রিয়ালকে অভিনন্দন দেওয়ার কাজটি করেনি। এরপর নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন জিদান। রিয়ালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হুলেন লোপেতেগুই। তার অধীনে রিয়াল দারুণ মৌসুম শুরু করেছে। এখন দেখার বিষয় এল ক্ল্যাসিকোর চাপ তিনি কিভাবে সামলান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment