জীবননগরে নবাগত ওসির উদ্দ্যোগে থানা কম্পাউন্ডের ঝোপঝাড় পরিষ্কার । 

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা
চয়াডাঙ্গা জীবননগর থানায় নবাগত ওসি শেখ গনি মিয়া যোগদানের পর তিনি লক্ষ্য করেন থানা কম্পাউন্ডের  মধ্যে দীর্ঘদিন যাবত ঝোপঝাড় পরিষ্কার না করার কারনে একপ্রকার জঙ্গলে পরিনত হয়েছে।
থানার পুলিশ কর্মকর্তারা রাতে বিষাক্ত সাপ পোকা-মাকড়ের কারনে চলাচল করতে সংকোচ বোধ করেন। একারনে নবাগত ওসি শেখ গনি মিয়া বৃহস্পতিবার সকালেই থানা কম্পাউন্ডের ঝোপঝাড় পরিষ্কার করার উদ্দ্যোগ গ্রহন করেন এবং (১৫-২০) জন শ্রমিক নিয়োগ করে থানার ভিতরের গাছ গুলোর গোড়া পরিষ্কার করে চুনকাম সহ ঝোপঝাড় পরিষ্কার করেন।
তিনি জানান অভয়নগর থানায় থাকা কালীন সময়ে তিনি সবসময় একই উদ্দ্যোগ গ্রহন করেছেন। অপরিষ্কার ও নোংরা এবং ঝোপঝাড় পরিষ্কার করে তিনি জীবননগর থানার কর্মকর্তাসহ স্থানীয়দের মাঝে এক প্রকার তাক লাগিয়ে দিয়েছেন।
ইতোমধ্যেই তিনি জীবননগর থানায় যোগদানের পর নানা কর্মমুখী কাজের উদ্দ্যোগ গ্রহন করেন।
এবং জামাত বিএনপির নাশকতা প্রতিরোধে পুলিশ জনগনের সহযোগিতায় তা প্রতিহত করবে। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার তদন্ত ওসি মোল্লা সেলিম ,  এ এস আই সাজ্জাদ,এ এস আই নাজমুল, এ এস আই নুরনবী সহ আরো অনেকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment