ডোপিং কেলেঙ্কারি; ৪ বছর নিষিদ্ধ হতে পারেন বিশ্বকাপ মাতানো চেরিশেভ!

ডেনিশ চেরিশেভ। ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার হয়ে মঞ্চ কাঁপিয়েছেন এ তারকা। বিশ্বকাপে স্বাগতিকদে কোয়ার্টার ফাইনালে তুলতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। রাশিয়ার হয়ে চেরিশেভ পাঁচ ম্যাচে মাঠে নামেন। গোল করেন চারটি। তবে এবার ডেনিস চেরিশেভের বিরুদ্ধে ডোপিংয়ের তদন্ত করছে স্প্যানিশ ডোপ-বিরোধী কর্তৃপক্ষ।

২৭ বছর বয়সী এই ফুটবলার ভিয়ারিয়াল থেকে ভ্যালেন্সিয়ায় এসেছেন। তার বাবা জানান, ছেলে চেরিশেভ গ্রোথ হরমোন চিকিৎসা নিয়েছিলেন! আর গ্রোথ হরমোনের বিষয়টি প্রমাণিত হলে চেরিশেভ চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।

রাশিয়ার একটি দৈনিককে চেরিশেভ বলেন, ‘আমার দিক থেকে সততার ঘাটতি নেই। মনে করি কোনো সমস্যা হবে না। চিকিৎসকদের উপর সব ছেড়ে দিয়েছি। দেখা যাক কী হয়।’

চেরিশেভের বাবার বরাত দিয়ে সম্প্রতি রাশিয়ার কয়েকটি পত্রিকা ডোপিংয়ের খবর দেয়। পরে তিনি দাবি করেন, সাংবাদিকরা তার কথা ভুলভাবে উপস্থাপন করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment