ফটিকছড়িতে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়িতে অাবুল কাশেম (৬৫) নামে এক ব্যাক্তির গলাকাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১২ সেপ্টম্বর) সন্ধ্যা ৭ টার সময় ফটিকছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের পঁচন মিয়া মাষ্টার বাড়ী থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের মেয়ে কামরুন্নাহার (১৮) বলেন, ‘বিকেল ৫ টার দিকে বাবা অামাকে চা দিতে বলেন। অামি চা বানারোর জন্য বারান্দা থেকে রান্না ঘরে গেলাম। কয়েক মিনিট পর বাবার হালকা চিৎকার শুনি। রান্না ঘর থেকে বারান্দায় দৌড়ে এসে দেখি বাবা নিজ হাতে গলায় চুরি চালাচ্ছেন। বাবার হাত থেকে চুরি টেনে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলাম। সবাই এসে বাবাকে হাসপাতালে নেয়ার চেষ্টার করলো। ততক্ষণে বাবার শরীর বিছানায় নুয়ে পরে। হাসপাতালে নেওয়ার জন্য গাড়ী অানতে অানতে বাবা মৃত্যুবরণ করেন। সাথে সাথেই অামরা পুলিশে খবর দিই।’

নিহতের বড় ছেলে অাবু বকর বলেন, ‘বাবা প্রায় পাঁচ বছর যাবৎ মানসিক রোগে ভূগছিলেন। তিনি চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরী করতেন। অসুস্থ হয়ে গেলে অামরা বাড়ীতে নিয়ে অাসতাম। গত একমাস হলো তিনি চাকরী ছেড়ে একেবারে চলে অাসেন। মানসিক যন্ত্রণা বেড়ে গেলে তিনি প্রায়ই উলট-পালট কাজ করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। সকালেও ভালো ছিলো, বিকালে হঠাৎ করেই অাত্মহত্যা করলেন।’

নিহত অাবুল কাশেম ঐ এলাকার অাতু মিয়ার পুত্র। তার স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি বাবুল অাকতার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর অাইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment