মঈন আলিকে ‘ওসামা’ বলে কটাক্ষ করেছিল অজিরা

ভারতের বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ জিতেছে ইংল্যাান্ড৷ পাঁচ টেস্টের সিরিজে মাঠে স্লেজিং সেভাবে চোখে পড়েনি৷ অভিযোগও করেননি কোনও ক্রিকেটার৷ কিন্তু ভারত সিরিজের পর এক সাক্ষাতকারে অজিদের অভদ্র অ্যাখ্যা দিলেন ইংরেজ অলরাউন্ডার মঈন আলি৷

কিছুদিন পর প্রকাশিত হতে চলেছে আলির আত্মজীবনী৷ তার আগে দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাতকারে তার আত্মজীবনী সম্পর্কে বলতে গিয়ে আলি জানিয়েছেন, অজি ক্রিকেটাররা অত্যন্ত অভদ্র৷ তারা অন্যদের সম্মান করতে জানে না৷ গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে অজি সমর্থকরা তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মন্তব্য করেছিলেন৷ এই রকম বাইশ গজে অনেক ঘটনায় আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন এই ইংরেজ ক্রিকেটার৷

শুধু সমর্থকরা নয়, অজি ক্রিকেটারেদের কাছে থেকে এই ধরনের বর্ণবিদ্বেষ মন্তব্য শুনেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার৷ ২০১৫ ক্যাডিফে অ্যাশেজের প্রথম টেস্টের কথা উল্লেখ করে আলি বলেন, ‘অ্যাশেজের প্রথম টেস্টে আমার ব্যক্তিগত পারফরম্যান্স দারুণ ছিল৷ কিন্তু একটি ঘটনা আমার বিরক্তিকর লেগেছিল৷ আমি ব্যাটিং করার সময় এক অজি ক্রিকেটার আমার দিকে তাকিলে বলেছিল, ‘টেক দ্যাট, ওসামা’(ওসামা বিন লাদেন)৷ প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি৷ যদিও মাঠে আমি এতটা রাগিনি৷ কিন্তু আমি এই ধরনের মন্তব্য ভালোভাবে নিইনি৷’

এই ঘটনার কথা আত্মজীবনীতে লিখেছেন ৩১ বছরের ইংলিশ এই অলরাউন্ডার৷ ক্যাডিফ টেস্টে মঈন আলির অলরাউন্ড পারফরম্যান্সে ১৬৯ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ব্যাটে ৭৭ রানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট তুলে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন আলি৷

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment