ছাতকে বজ্রপাতে নিহত ১, আহত ১

 

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খয়ার মিয়া(২৫) নামের ১ ব্যক্তি নিহত ও আহত হয়েছে আরো ১ জন। গতকাল শুক্রবার সকালে উপজেলা গোয়ার হাওরে বজ্রপাতের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত খয়ার মিয়া উপজেলার জাউয়া ইউনিয়নের বড়কাপন-বাদেশ্বরী গ্রামের খালিক মিয়ার পুত্র। বজ্রপাতে আহত একই গ্রামের আজম আলীর পুত্র ইন্তাজ আলী(২৮)কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে গ্রাম সংলগ্ন গোয়ার হাওরে নৌকা যোগে মাছ ধরার সময় এক পর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার খয়ার মিয়াকে মৃত ঘোষনা করেন।

https://www.youtube.com/watch?v=C7EnEHUzG2w&t=31s

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment